ব্যাংক কেন আছে? (Why Do Banks Exist?)
আমাদের জীবনে প্রতিদিন টাকা-পয়সার লেনদেন লাগে। কিন্তু সব সময় সব টাকা নিজের কাছে রাখা নিরাপদ না। ব্যাংক আমাদের টাকা নিরাপদে রাখার জায়গা দেয়। এছাড়াও, ব্যাংকে আমরা সঞ্চয় করতে পারি। এই সঞ্চয়ের টাকা ব্যাংক ঋণ হিসাবে দেয়, যা ব্যবসা শুরু বা বাড়ি কেনার মতো কাজে লাগে। এইভাবে ব্যাংক অর্থনীতিকে গতিশীল রাখে।
ব্যাংকিং ব্যবস্থা কে আবিষ্কার করলেন? (Who Invented the Banking System?)
নির্দিষ্ট কোন একজন ব্যক্তি ব্যাংকিং ব্যবস্থা আবিষ্কার করেননি। এর ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। প্রাচীন মেসোপটামিয়া এবং গ্রীসে ধার দেওয়া-নেওয়া ও টাকা জমা রাখার ব্যবস্থা ছিল। পরবর্তীতে ইيطالياয় মধ্যযুগে এই ব্যবস্থা আরো বিকশিত হয়।
ব্যাংকিং ব্যবস্থা কখন শুরু হলো? (When Did It Happen?)
যেমনটা বলা হলো, ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস খুব পুরনো। প্রত্নতাত্ত্বিক প্রমাণে জানা যায়, প্রায় ৪ হাজার বছর আগে মেসোপটামিয়ায় ঋণ দেওয়া-নেওয়ার চল ছিল। তবে আজকের মতো আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠতে কয়েকশ বছর লেগেছে।
0 Comments